বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী ও জুলাই আন্দোলনে হামলাকারী টিকলি শরীফসহ তিনজনকে আটক করে ববি ছাত্রদল। পরে তারা বন্দর থানা পুলিশের হাতে তাদের সপর্দ করে দেয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড থেকে আটক করা হয় তাদের।
প্রত্যাক্ষদর্শীরা বরাতে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ববির ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সম্মুখে ভোলারোডে একটি দোকানে টিকলি শরীফসহ তিন জনকে অবরুদ্ধ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলে রাত ৯টার দিকে প্রক্টর এসে পুলিশের হাতে তুলে দেন। এর মধ্য টিকলী শরিফ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বাকি দুজন ছাত্রলীগ করতেন না বলে জানা গেছে।
টিকলি শরীফ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপরে হামলার অন্যতম আসামী। টিকলি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাকি দু’জন একই সেশনের মার্কেটিং বিভাগের মামুন মিয়া ও তরিকুল শেখ।
বাকি দু’জন একই সেশনের মার্কেটিং বিভাগের মামুন মিয়া ও তরিকুল শেখ। তারা দু’জন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় বলে জানিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটক তিনজনকে বন্দর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রক্টরের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।