বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। তবে এখনও পর্যন্ত এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে, দেশীয় কোনো টিভি চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৪ সালের অক্টোবরে শেষ হওয়া সিরিজের মধ্য দিয়ে টি-স্পোর্টস ও জিটিভি, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়। যার ফলে, নতুন কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডের আর চুক্তি হয়নি। সিরিজ শুরু হতে যাচ্ছে অথচ সম্প্রচারের কোনো নিশ্চয়তা নেই—এমন অস্বস্তিকর অবস্থায় পড়েছে বিসিবি ও ক্রিকেট প্রেমীরা।