ইনজুরিতে ছিটকে পড়লেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। অনেক স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ পা রেখেছিলেন লিটন দাস। পিএসএল খেলতে গেলেও কোন ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে করাচির হয়ে খেলতে যাওয়া এই ব্যাটারকে।
চোটটিও খুব সাধারণ নয়। হাতের আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ, এখনই সঠিক চিকিৎসা না নিলে পরিস্থিতি হতে পারে আরও জটিল। তাই লিটনকে আগামী দুই সপ্তাহের জন্য দেওয়া হয়েছে পূর্ণ বিশ্রামের নির্দেশ, যার ফলে পিএসএলে একটিও ম্যাচ খেলা হচ্ছে না তার। করাচি কিংসে লিটনের মূল ভূমিকা ছিল টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে। এখন দলের ম্যানেজমেন্ট বিকল্প খুঁজবে কি না, সেটি এখনও স্পষ্ট নয়।