খুলনা নগরী সিএন্ডবি কলোনী থেকে আল আমনি (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক আল আমিন কয়রা থানার মহেশপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় নিহতের দুই বন্ধু রিয়াছাত ও আশিককে আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার ভোরে ফজরের নামাজের পর প্রাতঃভ্রমণে বের হওয়া স্থানীয় কিছু লোক জানতে পারে, সিএন্ডবি কলোনীর ট-আর ১০নং ভবনের দক্ষিণ-পূর্ব পাশে ড্রেনে একজনের মৃত দেহ পড়ে আছে। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ও এলাকাবাসী ধারণা করে তাকে কে বা কেউ হত্যা করে সেখানে রেখে গেছে। অথবা সে ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এক পর্যায়ে ৬ তলা বিশিষ্ট ওই ভবনের ছাদে যেয়ে দেখা যায় নিহতের বন্ধু রিয়াছাত অর্ধ অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে আসলে সে ঘুম কাতর অবস্থায় জানায়, সে ঘুমিয়ে ছিল। তারা রাতে সেখানে মাদক সেবন করে। নিহত আল আমিন ও রিয়াছাত ব্যবসার কাজে খুলনায় আসে এবং অপর বন্ধু আশিকের সঙ্গে রাতে তারা মাদক সেবন করে। এ সময় তার কাছে থাকা ব্যবসায়িক নগদ ৪৫ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন পাওয়া যায়। পরে পুলিশ একই ভবনের পশ্চিম পাশের সিঁড়ির ৫ তলা থেকে আশিককে আটক করে।
পুলিশ ও এলাবাসীর ধারণা রাতে মাদক সেবন করে বেসামাল হয়ে সে ছাদ থেকে পড়ে যেতে পারে। পরে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এস আই আল আমিন ও তার সঙ্গীয় ফোর্স।