বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলকে হারিয়ে বড়সড় জয় আর্জেন্টিনার৷ বাংলাদেশ সময় আজ ভোর ৬টায় ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরুর আগে রাফিনিয়া হুঙ্কার দিয়ে আর্জেন্টিনাকে মাঠ ছাড়ার হুশিয়ারি দিয়েছিল। কিন্তু ম্যাচ শেষে ব্রাজিলকে তুঙ্গে তুলে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিশ্চিত করে নিলো আর্জেন্টিনা।
ম্যাচের চার মিনিটের মাথায় এদিন আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ ৷ আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে ১২ মিনিটে । ব্রাজিল অবশ্য এরপর একটি গোল শোধ করে ২৬ মিনিটে। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি ৷ কারণ আর্জেন্টিনার তৃতীয় গোল আসে ম্যাচের প্রথমার্ধেই। এতেই থেমে থাকেনি আর্জেনটিনা, ৭১ মিনিটে জুলিয়ান সিমিওন দুরূহ করনার থেকে বল জালে জড়ান। আগাগোড়াই ম্যাচে এদিন আর্জেন্টিনার দাপটই দেখা গিয়েছে ৷