২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে-উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের- যথাযথ শ্রদ্ধা প্রদর্শন ও সারাদেশে ৩১ তােপধ্বনিতে দিবস টি পালিত হয়। প্রয়াত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত সহ – উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে, সম্মান ও স্যালুট প্রধান সহ – বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে স্বাধীনতার তাৎপর্য বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সরকারি পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার হাওলাদারসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজার সঞ্চালনায় আলোচনা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ খালিদ হোসেন মিল্টন, সাবেক বিএনপি নেতা আব্দুস সুবাহান মিয়া, প্রভাষক হারুন প্রমুখ।