ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক এর শিকার হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাতই অসুস্থতা অনুভব করেন। মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাঠে ফিল্ডিং করতে নেমে যান, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনা। পরে তাকে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার (২৪ মার্চ) দুপুরে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। ডা. মনিরুজ্জামান মারুফ এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করেছেন। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’