ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
বিসিবির মেডিকেল বিভাগ জানান, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম।