বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দী দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে। জৌলুস হারিয়ে যেন ডুবতে বসেছে সেলেসাওরা। এই অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। সেই ম্যাচে থাকছেন গোলরক্ষক এডারসন মোরায়েস ও আলিসন বেকার।
গতকাল (শুক্রবার) বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-১ গোলে জয়ের ম্যাচটিতে ইঞ্জুরিতে চলে যায় অ্যালিসন। আর চোটের কারণেই আগেই এই দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন এডারসন। তাই আর্জেন্টিনা ম্যাচের আগে তার বিকল্পসহ ব্রাজিল দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে। দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।
এ দিকে ইঞ্জুরির কারণে আর্জেন্টিনাকেও মেসি ছাড়া ব্রাজিলের মুখোমুখি হতে হবে।