যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের সামনে এ মানববন্ধন হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা ফ্রম দ্যা রিভার টু দ্যা সি; প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন; ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইত্যাদি স্লোগানে অংশগ্রহণ করেন।
দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানান।