সৌদি আরবে অনুশীলন শেষে বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরলেও ফেরেননি ফাহমিদুল ইসলাম। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকে বিদায় করে দেওয়াতে উত্তপ্ত সারা ফুটবল অঙ্গন।
বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে হেড কোচ হাভিয়ের কাবরেরা সাফ জানিয়েছেন ফাহমিদুল ফিরছেন না।
ফাহমিদুল ইস্যুতে কাবরেরা বলেন, ‘ফাহমিদুল মেধাবী খেলোয়াড়। সৌদিতে প্রস্তুতি ক্যাম্পে সে আমাদের সঙ্গে ছিল। বেশ ভালোও করেছে। তবে, জাতীয় দলের জন্য এখনো তৈরি নন ফাহমিদুল। তাকে আরও সময় দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে বাকি খেলোয়াড়রা তারচেয়ে বেশি প্রস্তুত।’
তবে ‘ফাহমিদুল শিগগির ফিরবে’ বলে কাবরেরা ইনস্টাগ্রামে একটা পোস্টও করেছেন কাবরেরা।