পবিত্র রমজান মাসের শুরুর দিকে দেশের তাপমাত্রা কম থাকলেও এখন প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে । এতে বিপাকে পড়ছে রোজদারসহ সকল স্তরের সাধারন মানুষ । বর্তমানে, দেশের ১৩টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। হতে পারে শিলাবৃষ্টিও। আজ সোমবার (১৭ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে ।
এছাড়াও ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।