বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। আজ সোমবার (১৭ মার্চ) সিলেটের সি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হামজা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
হামজাকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে ছিল হাজারো মানুষের ভিড়। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই এসেছিলেন তাকে এক নজর দেখার আশায়। এর আগে, ব্যক্তিগত সফরে কয়েকবার বাংলাদেশে এলেও এবার এসেছে এক বিশেষ উপলক্ষে—প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তোলার জন্য। এই সফরে তার সঙ্গে রয়েছেন তার বাবা, মা, স্ত্রী ও সন্তানরা।
সব ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে হামজার, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত।