গত নভেম্বর থেকে সরকারের দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে বিক্ষোভ করছেন সার্বিয়ার শিক্ষার্থীরা।পুনরায় এই আন্দোলনে যোগ দিয়েছে জনতা।আজ শনিবার ১৫ মার্চ স্থানীয় সময় বিকেল ৪টায় সংসদের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে।প্রসঙ্গত, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন মারা যাওয়ার পর এ আন্দোলনের সূত্রপাত ঘটে।
বার্তা সংস্থা এপির সুত্রে জানা যায়, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কয়েক মাস ধরে শিক্ষার্থীরা সড়ক ও সেতু অবরোধ করেছে। তাদের দাবি, যারা এ দুর্ঘটনার জন্য দায়ী, তাদের শাস্তি আওতায় আনা এবং সার্বিয়া সরকারে সর্বস্তরে দুর্নীতি ও অদক্ষতা বন্ধ করা।
অন্যদিকে, ২৮ জানুয়ারি ছাত্র আন্দোলনের তোপে পড়ে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, দেশে উত্তেজনা কমানোর লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন।