গত মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা ও যাত্রীদের জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে দুদিনের অভিযানে সব সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর পরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলুচিস্তানের বোলান জেলার জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে কোন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি। হামলায় জড়িত সব ৩৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তবে তিনি আরও বলেন, অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা ২১জন যাত্রীকে শহিদ করে।