ইউক্রেনের ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্তটি রাশিয়ার ওপর নির্ভর করছে। যদি রাশিয়া এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত না জানায় তবে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় মার্কিন ও ইউক্রেনীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। এদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্ক অঞ্চল সফরে ইউক্রেনকে হুঁশিয়ার করে বলেন, কুরস্কে ইউক্রেনীয় সেনাদের আটক করা হলে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে।