পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হামলার পর এখন পর্যন্ত প্রায় ১০৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে।আজ বুধবার (১২ মার্চ) সকাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য।বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ বিচ্ছিন্নতাবাদীকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
প্রসঙ্গত, মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। রেললাইনে বিস্ফোরক রেখে থামতে বাধ্য করা হয় ট্রেনটিকে।প্রায় ৪০০ জনেরও বেশি যাত্রীদের জিম্মি করা হয়।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় আমরা কোনো ছাড় দেব না।