নারীর প্রতি সহিংসতা, ধ/র্ষ/ণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি ও ধ/র্ষ/কের প্রকাশ্যে শাস্তিসহ ৬ দফা দাবি নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আর ৬ দফা দাবি গুলো অবিলম্বে মেনে নেওয়ার কড়া হুঁশিয়ারি দেন।
দাবি গুলো হচ্ছে-
১. ধ/র্ষ/কের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করতে হবে।
২. প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
৩. ২৪ ঘণ্টার মধ্যে ধ/র্ষ/ককে গ্রেপ্তার করা ও মেডিক্যাল রিপোর্ট তৈরি করা।
৪. ধ/র্ষ/ণের সালিশি বিচারকে আইনগতভাবে নিষিদ্ধ করা।
৫. অপ্রাপ্ত বয়স্ক ধ/র্ষ/কের সর্বোচ্চ ফাঁসি এবং অন্তত আমৃ/ত্যু কারাদণ্ড কার্যকর করা।
৬. ৩০ দিনের মধ্যে ধ/র্ষ/ণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে।