আজ মঙ্গলবার (১১ মার্চ) রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে পৌঁছেই প্রথমে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি বিষয়ক বৈঠকে ইউক্রেন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা করা হবে।আজ মঙ্গলবার লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সৌদি যুবরাজ ইউক্রেন সংকট সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সকল আন্তর্জাতিক প্রচেষ্টা ও উদ্যোগকে সমর্থনে সৌদি আরবের অঙ্গীকার পুর্ব্যক্ত করেছেন।
এদিকে, আল-জাজিরা সুত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।