ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রদ্রিগোকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইন সরকার।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত ২০১১-২০১৯ সময়কালীন দাভাওতে মেয়র ও রাষ্ট্রপতি থাকাবসস্থায় সংঘটিত মাদকবিরোধী অভিযানের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে।
দুতার্তের গ্রেফতারের পর তার আইনজীবীরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।