রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে নিজ বাসায় কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর উত্তরার তার ভাড়া বাসায় এই হ/ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়ার মরাদেহ উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান হ/ত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।