বনানীতে গাড়ির ধাক্কায় ২ পোশাককর্মী নিহতের ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহকর্মীরা। আজ সোমবার (১০ মার্চ) সকাল থেকে বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল।
প্রায় ৭ ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছাড়েন তিনটি দাবি জানিয়ে, যার মধ্যে পিকআপ ও চালককে আটক, ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করা। তথ্যটি নিশ্চিত করেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ। তিনি আরও জানান, ঘাতক পিকআপটি ইতিমধ্যে আটক হয়েছে। চালক পালিয়েছে তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ক্ষতিপূরণ ও ও নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা আলোচনা করবেন বলে শ্রমিকদের আশ্বাস দেন।
প্রসঙ্গত, সোমবার (১০ মার্চ) সকাল ছয়টার দিকে কলাবাহী একটি পিকআপ ২ পোশাক শ্রমিককে ধাক্কা দেয়। এতে মিনা আক্তার নামে একজন নারী শ্রমিকের মৃত্যু হয়, অপরজন গুরুতর আহত হন।