সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে হারিয়ে নীল সমুদ্র উত্তাল করে ভারত

স্পর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৪ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে নিজ জমিনে শিরোপা খোয়াতে হইছিল ভারতকে। তবে এবার রোহিত শর্মার অধিনায়কত্বে নিউজিল্যান্ডকে টেক্কা দিয়ে ঠিকই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিলো ভারত। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টানা দ্বিতীয় আইসিসি শিরোপা ঘরে তুললো ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুতে রানের ইনিংস ভালো থাকলেও তা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ব্ল্যাক ক্যাপসরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

কিউইদের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ব্যাট হাতে দাপুটে সূচনা এনে দিয়েছেন অধিনায়ক রোহিত। রোহিতের ৮৩ বলে ৭৬ রানের ইনিংস ম্যাচটিকে চরম উত্তেজনাতে নিয়ে যায়। এরপর শ্রেয়াস আইয়্যারের ৪৮ ও লোকেশ রাহুলের ৩৪ রানের ইনিংসের সুবাদে ৪৯ ওভারে ৪ উইকেটেই চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের দেখা পায় ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com