মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাকে কেন্ত্র করে অভিযুক্ত ব্যক্তিদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তারা ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে।
“দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, নারীবিদ্বেষী মবের আগ্রাসন ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে” গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণবিরোধী গণপদযাত্রা বের হয়। দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার সংগঠনের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদের এ পদযাত্রায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মীরা অংশ নেয়। এ সময় তারা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’ ইত্যাদি স্লোগানসহ বিভিন্ন স্লোগান দেন। গণপদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।