সম্প্রতি দেশজুড়ে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সহিংসতা, নিপীড়নে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। গতকাল শুক্রবার (৭ মার্চ) এক বিজ্ঞপিতে এ তথ্য জানান তিনি।
এনসিপি জানায়, দেশজুড়ে নারীরা অহরহ ধর্ষণ, নির্যাতনের স্বীকার হচ্ছেন। এই সকল সহিংসতা ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দীর্ঘদিন ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে এবং নারীদের ওপর নির্যাতনের কার্যত বৈধতা প্রদান করেছে। নারী নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এনসিপি সর্বদা বন্ধপরিকর।
এনসিপি আরও জানান, নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোর দোষীদের কঠোর আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, জনগণের ও সরকারের প্রতি আহ্বান জানান, আইনের যথাযথ বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। নারীর প্রতি সহিংসতাকে কর্মতৎপরতার মাধ্যমে দমন করার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলেও মনে করে এনসিপি।