গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় তিনটি মোটরসাইকেলে সাতজন ডাকাতদল স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি ব্যবসায়ীর স্ত্রী রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। অবশেষে ১২ দিন পর ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
আজ শনিবার (৮ মার্চ) সকালে খবরটি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া ৬ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।