বিমানবন্দরে প্রায় ১৫ কেজি স্বর্ণ সহ গ্রেপ্তার হলেন দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানাজায় , সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন এই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) গত সোমবার (০৩ মার্চ) রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিআরআই সূত্রে জানা যায়, পোশাকের মধ্যে স্বর্ণর বার লুকিয়ে তা পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন তিনি। এ কারণে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং রান্যা রাও ফেরার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এ ছাড়াও দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি।