পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনেই উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ চার নেতাকে বেধড়ক মারধর করেছে বিএনপির নেতারা। সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মীরা বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা জানতে ইউএনওর রুমে ঢুকে। সেখানে জামায়েত নেতাকর্মীদের বসে থাকতে দেখে ক্ষিপ্ত হয়ে বলে, ‘এরা কেন এখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে’ – বলেই দলের লোকদের ডেকে নিয়ে জামায়াত নেতাদের উপর আক্রমণ করে। এতে জামায়ত নেতারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ওই আক্রমণকারীদের বিরুদ্ধে আরও নানান অপরাধের অভিযোগ রয়েছে।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মজিবুর রহমান জানান, আহতরা মামলা দাখিল করলেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।