মনে পরে সেই বেইলি রোডের বিভীষিকাময় রাতের কথা, মনে পড়ে অগ্নিচুল্লি গ্রিন কোজি ভবনের কথা, যে রাতের কথা মনে হলে জাতির গায়ে শিহরণ জাগিয়ে দেয়। যে রাতে জীবন বাঁচাতে অগ্নিদগ্ধ ভবন থেকে লাফিয়ে পড়ার মানুষদের আর্তনাদ!
বলছিলাম ২০২৪ সালের ১লা মার্চে রাত ৯টা ৫১ মিনিটে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডের কথা। যে আগুন নিয়ন্ত্রনে নিতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ২ ঘন্টা ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন। এ অগ্নিকান্ড কেড়ে নিয়েছিলো প্রায় ৪৫ জনের প্রাণ ও বিকলাঙ্গ করেছে ২২ জনকে, এদের ভিতর অনেকের কণ্ঠনালি পুড়েছে, কারোবা সাড়া দেহ ঝলসিত, অনেকেই তো ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারার গিয়েছিল, যে যার মতো জীবন বাঁচাতে জানলা দিয়ে লাফিয়ে লাফিয়ে নিচে পড়ছিলো।
ভবনটিতে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা না থাকায় এ তীব্রতা ভয়ানক আকার ধারণ করেছিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছিল।