টানা ২৬ ঘন্টা ধরে এক দফা এক দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ব্যানারে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
তারা জানান, ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে প্রায় ৩০ জন মিলে শান্তি পূর্ণভাবে অবস্থান করেছেন সেখানে। তবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে জুলাইয়ে আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও বিকালের দিকে যোগ দেবেন।
আন্দোলনকারীদের দাবি, তাদের চিকিৎসাতে সরকার তিন ক্যাটাগরিতে ভাগ করে বৈষম্য তৈরী করেছে। গুলিবিদ্ধ অনেকেই সি ক্যাটাগরিতে আছে। তাই দুটি ক্যাটাগরি চাই তাদের। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান তারা।