সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটেছে ধর্ষণের ঘটনা। বাবা-মাকে অচেতন করে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ, শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে কলেজ ছাত্রীকে ধর্ষণ, রাস্তায় ভারসাম্যহীন মেয়ে এমনকি বৃদ্ধাকে বেধে ধর্ষণের অভিযোগের মতো অসংখ্য ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনগণের মধ্যে এক প্রকার ক্ষোভের সৃষ্টিতেই সামাজিক মাধ্যমে পোস্ট করে আবার সেই গুপ্তঘাতক হারকিউলিসকে ফিরে আসার আহ্বান জানান। যিনি কিনা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে অমীমাংসিত একটি মামলা হিসেবে পরিচিত ২০১৯ সালের আলোচিত হারকিউলিস রহস্য ওই বছরের জানুয়ারি মাসে দেশে আবির্ভাব হয় হারকিউলিস নামে এক ব্যক্তির, যিনি খুন করতেন ধর্ষকদের। একে একে ঘটে তিনটি খুন আর তার সাথে এক রহস্যময় চিরকুট। চিরকুটগুলোতে লেখা ছিল-
“আমি ধর্ষক, ধর্ষণের পরিণতি এটাই। ধর্ষকরা সাবধান!
ইতি হারকিউলিস।”
হঠাৎ ৬ বছর পর আবারও আলোচনায় সেই হারকিউলিস। সামাজিক মাধ্যমে আবারও সেই হারকিউলিসকে ফিরে পেতে চাইছে নেটিজেনরা।