যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএইড) এর বেশিরভাগ কর্মীদের ছুটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি সংবাদমাধ্যমে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে কর্মীর সংখ্যা কমিয়ে আনতে প্রায় ২ হাজার কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। তবে কতজনকে রাখা হবে তা এখনো নিশ্চিত করেনি ট্রাম্প প্রশাসন।
অন্যদিকে মার্কিন প্রশাসন সিবিএস নিউজের সূত্রানুসারে, প্রায় ৪,২০০ কর্মীদের ছুটিতে রাখা হবে বলে জানা গেছে।