চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টে ১ম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হেরে গম্ভীর হয়ে পড়ে পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকতে থাকতে হলে ভারতকে হারতে হতো রিজওয়ানদের কাছে। কিন্তু ভারতের কাছে হেরে পাকিস্তান দলের বিদায়ের ঘণ্টা বেজেই গিয়েছে প্রায়। দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টে পাকিস্তানের যাত্রা শেষ হয়েছে ভারতের কাছে হেরে।
যদিও নিশ্চিত বিদায়টা নির্ভর করছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। যদি নিউজিল্যান্ড শেষ দুটি ম্যাচ হারে, আর পাকিস্তান বাংলাদেশকে হারাতে পারে তাহলে রান রেট হিসেবে ভারত ছাড়া বাকি তিন দলের যে কেউ সেমিতে যেতে পারবে।
দলের অধিনায়ক আরও বলেন, আমাদের পরবর্তী ম্যাচ, বাংলাদেশ কী করে নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড কী করে ভারতের বিপক্ষে—সব কিছু অন্যদের ওপর নির্ভর করছে। পাকিস্তান এখন মূলত যদি ও কিন্তুর মহাসমীকরণে আটকে আছে।