রাজধানীর মোহাম্মদপুর এলাকার কব্জি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম ক্যাডার সন্ত্রাসী বাবু ওরফে টুন্ডা বাবুসহ ৮ জন কয়ে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সূত্রে র্যাব-২ রাজধানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোঃ খালিদুল হক হাওলাদার। তিনি জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।