গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ৪র্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাটে নেমে শুরুতেই ফিলিপ সল্টের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। এরপর ১৩ বলে ১৫ রান করে ফিরে যায় জেমি স্মিথ। ওপেনিং পার্টনারশিপ বড় করতে না পারলেও বেন ডাকেট ও জো রুট করেন বেশ বড় রানের পার্টনারশিপ। রুট ফিরে যায় ৭৮ বলে ৬৮ রান করে। পরে বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড দলীয় সংগ্রহ করে ইংলিশরা। ৮ উইকেট হারিয়ে ৫০ ওভার শেষে ৩৫১ রান করে ইংল্যান্ড।
রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অজিরা। শুরুতেই ট্রাভিস হেড ও স্টিভ স্মিতের উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। পরে শর্ট ও লাবুসানের খেলেন একটি বড় রানের পার্টনারশিপ। লাবুসান ৪৫ বলে ৪৭ ও শর্ট ৬৬ বলে ৬৩ রান করে ফিরে গেলে হাল ধরেন জস ইংলিশ ও অ্যালেক্স কেরি। অ্যালেক্স কেরি ফিরে যাই ৬৩ বলে ৬৯ রানের এক অনবদ্য ইনিংস খেলে। পরে গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ৩২ রান ও অ্যালেক্স কেরির ৮৬ বলে ১২০ রানের ঝড় ইনিংসে অজিদের কাছে পাত্তাই পাইনি ইংলিশরা। ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।