আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। দীর্ঘ দিন পর মাঠে ফিরতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনের মাধ্যমে দলবদল সম্পন্ন করবেন সাকিব। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন দলটির সাথে। এই দিকে, ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব যত ম্যাচ খেলতে পারবেন তার জন্য ততটুকুই উন্মুক্ত করা হবে।
লিজেন্ডস অব রূপগঞ্জ এবার বেশ শক্তিশালী দল গঠন করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলিকে। সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার কথা রয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবের।