ফিলিপাইনের সবচেয়ে জনবহুল নগর কেন্দ্রগুলোর কর্তৃপক্ষ মশা ধরা কিংবা মারার জন্য পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মূলত প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার রোধ করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গুতে দু’জন শিক্ষার্থীর মৃত্যুর পর গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রাম প্রধান কারলিটো সার্নাল বলেন, “কেউ পাঁচটি মশা জমা দিতে পারলেই এক পেসো (স্থানীয় মুদ্রা) পুরস্কার দেওয়া হবে।
তিনি বলেন, জীবিত বা মৃত মশার লার্ভা জমা দিতে পারলেই পুরস্কার দেওয়া হবে। পরে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে জীবিত মশা নির্মূল করা হবে।” মূলত, রাস্তা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবিস্তারের সহায়ক পানি জমে থাকার জায়গা নষ্ট করতে, সবাইকে উৎসাহিত করার জন্যই এমন পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।