ভারতে ভোটারদের বুথমুখী করতে ১৮২ কোটি রুপির অনুদান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইলন মাস্কের দক্ষতা বিষয়ক দপ্তর সেই অনুদান বাতিলের কথা ঘোষণা করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই ঘোষণাকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘কেন ভারতকে এত টাকা দিতে যবো? যেখানে তারা (ভারত) অতিরিক্ত শুল্ক আদায় করছে সেখানে এ অনুদান দেওয়ার প্রশ্নই ওঠে না’।
এদিকে আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন এমনকি মোদিকে সম্মানও করেছেন কিন্তু দেশটির জন্য এত অর্থ খরচ দিতে রাজি না ট্রাম্প।
অন্যদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, “অনুদান বাতিলের স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘ আমরা ১৮২ কোটি রুপি কেন দিচ্ছি ভারতকে?’ তাদের (ভারত) টাকা আছে আর আমাদের থেকেও অনেক কর নেয়। ভারতের অতিরিক্ত করের কারণে আমরা ব্যবসা করতে পারি না, তবে ভারত ও তাদের প্রধান মন্ত্রীকে সম্মান করি”।