বর্তমান সময়ের সেরা খেলোয়াড়ের তালিকার মধ্যে ব্রাজেলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র একজন। রিয়েল মাদ্রিদ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্মের মধ্য দিয়ে অনেক আগেই হাইলাইটে এসেছেন তিনি। দলকে ম্যাচ জেতাতে কিংবা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই তারকা। গেল বছরে ব্যালন ডি’অর হাতের নাগালে পেয়েও তা জিততে পারেননি। তবে ব্যালন ডি’অর জয়ের জন্য তাকেই ফেবারিট ধরা হয়েছিল।
স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’র এক সাক্ষাৎকারে বার্সার সাবেক স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে জানান, ভবিষ্যতে ব্যালন ডি’অর ভিনিই জিতবে। যদিও এ নিয়ে পরে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে।
তবে চলতি মৌসুমে লিগে ৮ গোল ও চ্যাম্পিয়ন্স লিগে ৭ গোল করে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিউস জুনিয়র। এখন অপেক্ষা নিজের প্রথম ব্যালন ডি’অর জেতার।