রেকর্ড জয়ে ফাইনালে পাকিস্তান। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জিতলো পাকিস্তান। গতকাল ১২ ফেব্রুয়ারি বুধবার করাচি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভার শেষে ৩ ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে প্রোটিয়ারা।
বড় রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু টা ভালো করলেও ১৯ বলে ২৩ রান করে ফিরে যায় বাবর আজম। এরপর শাকিল ১৬ বলে ১৫ ও ফকর জামান ৪১ রানে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান। পরে রিজওয়ান ও সালমান আগার রেকর্ড পার্টনারশিপে ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় স্বাগতিক পাকিস্তান।
৩৫০ রানের লক্ষ্য তাড়া করে পঞ্চম দল হিসেবে রেকর্ড করে পাকিস্তান। আগামীকাল ফাইনালে দুপুর ৩ টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।