শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ–ডিপিএল। ঢাকা প্রিমিয়ার লিগে বরাবরই বিদেশি ক্রিকেটারদের আসর জমে।তবে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সিদ্ধান্ত নিয়েছে এবার বিদেশি খেলোয়াড়দের আনা যাবে না।
গত ডিপিএল এ খেলে গেছে খ্যাতনামা সব ক্রিকেটার, বিশ্বকাপজয়ী খেলোয়াড়রাও। যার ফলে দেশি খেলোয়াড়রা পিছিয়ে পড়ছে। মূলত এবারের এই আসরে স্থানীয় ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।তবে বেশ কিছু ক্লাব আগের নিয়ম রাখার চেষ্টা চালাচ্ছে।
সিসিডিএম সূত্রে জানা গেছে, এবারের আসর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে যা আগামী তিন সপ্তাহে বদলে যাবে না। বেশ কিছু ক্লাব বিদেশি খেলোয়াড়দের পক্ষে ছিল, তবে আলোচনার পর লিগটাকে বিদেশিমুক্ত রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে।