বিশ্বনেতাদের সঙ্গে হাত মেলানোর সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এড়িয়ে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সূত্রে জানান যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্বনেতাদের স্বাগত জানাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত হন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় জ্যাডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদিও হাত বাড়িয়ে দিলে অগ্রাহ্য করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
মোদিকে অগ্রাহ্য করার ভিডিও ক্লিপটি দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডি-ইন্টেন্ট ডাটা জানিয়েছেন, ওই ঘটনারও আগে অনেকবার মোদির সঙ্গে হাত মিলিয়েছেন।