সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদিনের সফরের উদ্দেশ্যে ফ্রান্সে রওনা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই বুধবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন তিনি।
সোমবার এক বিবৃতিতে নরেন্দ্র মোদি জানান, ট্রাম্পের সাথে বৈঠকে প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ শৃঙ্খল— এই পাঁচ ক্ষেত্রের কথাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। তিনি আরও জানান, বৈঠকের মাধ্যমে দুই দেশের সমঝোতা আরও বৃদ্ধি হবে।
তিনি এক বিবৃতিতে আরও বলেন যে, “ট্রাম্পের আমন্ত্রণে ফ্রান্স থেকে দু’দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার জন্য আমি মুখিয়ে রয়েছি”।