এক যুগের ও বেশি সময় পরে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে আস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টে গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। পরে প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাড়ায় ২৫৭ রানে। আস্টেলিয়া ব্যাটিং করতে নেমে স্টিভ স্মিত ও এলেক্স ক্যারির শতকে ৪১৪ রানের স্কর করে অস্ট্রেলিয়া। পরে ২য় ইনিংসে ব্যাটিং করে খুব বেশি রানের লিড নিতে পারেনি শ্রীলঙ্কা। ৪র্থ দিনে তাদের লিড দাড়ায় মাত্র ৭৫ রানে যা অস্ট্রেলিয়ার জন্য খুব সহজ লক্ষ্য হয়ে দাড়ায়। ব্যাটে নেমে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টিম অস্ট্রেলিয়া।
সর্বশেষ শ্রীলঙ্কার মটিতে জয় পেয়েছিল ২০১১ সালে। এরপর অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় আরও দুটি সিরিজ খেললও জয়ের দেখা মেলেনি। সর্বশেষ ২০২২ সালের সিরিজটিও ড্র করে তারা।