আজ দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা অব্দি গণনার কাজ চলবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায়, ৭০টি আসনের মধ্যে ৪৬ আসনে বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে ২৪ আসনে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি। তবে শুরুর দিকে কংগ্রেস এক আসনের ব্যবধানে এগিয়ে থাকলেও এখন আর কোন সুযোগ নেই।
উল্লেখ্য, দিল্লি বিধানসভায় জয়ী হতে হলে যেকোন একটি দলকে ৩৬ আসনে জয় পেতেই হবে। তবে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল দেখে মনে হচ্ছে বিজেপিই এগিয়ে আছে। চূড়ান্ত ফলাফলের জন্য ভোট গণনা শেষ না হওয়া অব্দি অপেক্ষা করতে হবে।