বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইলান ম্যাচে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। ব্যাটিং এ নেমে চট্টগ্রাম কিংসের দুই ওপেনার খাজা নাফাই ও পারভেস ইমনের দুর্দান্ত ফিফটি তে বেশ বড় রানের পার্টনারশিপ করে তারা, পরে ক্লার্কের ২৩ বলে ৪৪ রানে ভর করে ১৯৪ রানে ইনিংস শেষ করে চট্টগ্রাম।
জিততে ফরচুন বরিশালের প্রয়োজন হয় ১৯৫ রান। ব্যাটিং এ নেমে তাওহিদ হৃদয় একটু স্লো খেলা শুরু করলেও ক্যাপ্টেন তামিম দ্রুততম ফিফটি করে ২৯ বলে ৫৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। পরে কায়েল মায়ার্সের ২৮ বলে ৪৬ ও রিসাদের ৬ বলে ১৮ রানের এক অনবদ্য ইনিংসে টানা টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জয় করে ফরচুন বরিশাল।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম বলেন ,এখানে কোন সাকিবিয়ান নেই, কোন তামিমিয়ান নেই, কোন মারশাফিয়ান নেই আমরা যখন খেলি তখন শুধু বাংলাদেশের জন্য খেলি। এখানে যারা সমর্থক আছে তারা সবাই বাংলাদেশের সমর্থক।