ভারতে স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে প্রেমিককে হত্যা করেছে ৩২ বয়সী এক নারী। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৯ জানুয়ারি) ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বরেলিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায়, ওই নারী পরকীয়া প্রেমিক ইকবাল দ্বারা বারবার ব্লাকমেইলের শিকার হয়। ঘটনার দিন রাতে ওই নারী তার স্বামীকে প্রেমিকের দেওয়া ঘুমের ঔষধ খাইয়ে দিয়ে প্রেমিকের বাড়িতে যায়। প্রেমিকের ব্লাকমেইলে অতিষ্ট হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে লাশ নিজ বাড়িতে নিয়ে যায়। দুদিন পর প্রেমিকের মরদেহসহ পুলিশের হাতে ধরা পড়েন ওই নারী।