বর্তমানে ছোট পর্দার জনপ্রিয়মুখ তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় তার। এরপর থেকে নাটকে অভিনয় করে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সম্প্রতি তার একাধিক নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে এসেছে।
এ অভিনেত্রীর ট্রেন্ডিংয়ে থাকা নাটকগুলোর মধ্যে অন্যতম নাটক হলো ‘শ্বশুর আব্বার টি-স্টল’। গ্রামীণ গল্পে নির্মিত এই নাটকটি বুধবার ২৯ জানুয়ারি কালবেলা ড্রামা ইউটিব চ্যানেলে প্রচারিত হয়। যা এক সপ্তাহের মধ্যে ভিউ ছাড়িয়েছে ১ মিলিয়নেরও বেশি। পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপোড়ন আর হাস্যকর মজায় ভরপুর এই নাটকটিতে তানিয়া বৃষ্টির সাথে জুটি বেঁধেছেন এ সময়ের আরো এক জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার। জুয়েল এলিনের লেখা নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।