একটা সময়ে ব্যর্থ চরিত্রে অভিনয় করে পর্দায় দাপিয়ে বেড়িয়েছে তিনি। প্রেমগীত, প্রেমের নাম বেদনা, হারানো প্রেম, ভালোবাসা কারে কয় ও প্রেমের সমাধি’ চলচ্চিত্রে ব্যর্থ প্রেমিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন ছুঁয়েছেন। পরিচিতি লাভ করেন ব্যর্থ প্রেমিক হিসেবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্য “চাচা বাড়িঘর সাজানো কেন আর হেনা কোথায়”।
চারদিক যখন হেনাকে নিয়ে মাতামাতি তখন বাপ্পারাজ বললেন, ‘অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।’ হঠাত করেই যেন ভক্তদের চমক দিলেন। যদিও তিনি দীর্ঘদিন ধরে পর্দার বাহিরে ছিলেন। তবে এবার তরুণ নির্মাতা মোস্তফা খান সিহানের “রক্তঋণ” ওয়েব সিরিজের মাধ্যমে পা রাখলেন অ্যাকশন জগতে। যেখানে বাপ্পারাজকে যেখা যাবে পুলিশ অফিসার সায়েম জব্বার চরিত্রে।
নির্মাতা মোস্তফা জানান, তার বিভিন্ন সিনেমার সংলাপ ও গল্প নিয়ে প্রায়শই ট্রল হয় আবার মিমও তৈরি হয়। বিরহের সিনেমার জন্য তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। হয়েছেন ব্যর্থ প্রেমের নায়ক। তবে তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে থ্রিলার রহস্য গল্প নিয়ে নতুন চরিত্রের উন্মোচনা করতে নিয়ে আসছি খুব শীঘ্রই “রক্তঋণ”।