বাংলাদেশের ইউটিউব কমিউনিটির গেমিং প্লাটফর্মের এক রহস্যময় পুরুষ মি. ত্রিপল আর। ২০১৭ সালে ফ্রি ফায়ার নামে একটি বিদেশী অনলাইন গেম লঞ্চ হয়। সেই গেমের মধ্য দিয়ে ইউটিউবার ইলুশনিস্ট ওয়াইটির রিংকুর অনুপ্রেরণায় ২০১৮ সালের ২৭ ডিসেম্বর তার ইউটিউবের যাত্রা শুরু হয়।
ভারতের বড় বড় ইউটিউবার গেমিং সুব্রত, টোটাল গেমিং এর আজ্জু ভাই, এস.কে সাবির গেমিং এর সাবির এর মত ব্যক্তিদের সাথে তার বেশ খাতির হয়ে ওঠে। এছাড়া বাংলাদেশ অনলাই গেমিং প্লাটফর্মে (esports) তার বেশ নাম রয়েছে। বর্তমানে ইউটিউবে ৫.৯৪ মিলিয়ন মাইল ফলকের ফলোয়ার রয়েছে।
পুরো নাম রেজাউল রহমান রিজভী হলেও তিনি মি. ত্রিপল আর নামেই বেশি সুপরিচিত। আর মজার ব্যাপার হলো এত বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ফেস রিভিল করেনি। অথচ গেমিং প্লাটফর্মের সবার ফেস রিভিল হয়ে গেছে।
সময় টিভির এক সাক্ষাৎকারে ফেস রিভিল কবে করবে বলে প্রশ্ন করা হলে তিনি জানান, “আপাতত এখন না, এমনও হতে পারে কোন একদিন হুট করে সবার সামনে চলে আসবো”।